প্রথমেই দুঃখ প্রকাশ করছি, কারণ নিউজলেটার পাঠানোতে হঠাৎ অনিয়মিত হয়ে গিয়েছি। মাতৃত্ব'তে আমরা দারুন ব্যস্ত সময় পার করছি, তাই এই ছন্দপতন!
|
এছাড়াও পাঠকরা আমাদের নিউজলেটারের ফীডব্যাক দেয়ায় কার্পণ্য করেন, এটাও প্রায়োরিটি কমে যাওয়ার একটা কারন বটে!
|
প্রিয় পাঠক! আমরা জানি আপনি আমাদের মেইল সময় দিয়ে পড়েন। তাই মাঝে মাঝে আমাদের মেইলের জবাব দিয়ে আমাদের একটু উৎসাহিত করতেই পারেন 😀
|
মাতৃত্ব প্রিনাটাল কোর্সের ২য় ব্যাচের ভর্তির আজই শেষ দিন।
আপনি যদি কোর্সটি করার কথা ভাবেন, তাহলে নিচের বাটনে ক্লিক করে মাতৃত্ব পেইজে নক দিন।
|
আমাদের সাম্প্রতিক কার্যক্রমঃ
|
১. প্রিনাটাল কুইজ। এরমাঝে ৩২৮জন কুইজটিতে অংশ নিয়ে গর্ভকালীন ও প্রসব পরবর্তী অবস্থা নিয়ে তাদের নিজেদের জ্ঞান কেমন তা যাচাই করেছেন। আপনিও করে ফেলুন।
২. বাংলাদেশেই হোমবার্থের অসাধারণ গল্প শুনিয়েছেন কানাডা-প্রবাসী সামিয়া সারোয়ার। মাতৃত্ব কমিউনিটির ৭৪০জন নারী ইতোমধ্যে এই গল্প শুনে ফেলেছেন। গ্রুপে জয়েন করে গল্পটি শুনে ফেলুন। শুধুমাত্র নারীদের জন্য!
৩. আপনি কি মাতৃত্ব সাইটে বার্থ স্টোরি পড়েন? আপনার পড়া সেরা ৫টা বার্থস্টোরির কথা আমাদের জানান এই মেইলের রিপ্লাই দিয়ে, আর জিতে নিন পুরষ্কার! বিস্তারিত
৪. প্রিনাটাল কোর্সের ১ম ব্যাচের কার্যক্রম শেষ হয় গত ৯ জানুয়ারি, কোর্স শেষে যাচাই পরীক্ষা নেয়া হয় যেখানে প্রথম ০৩ জনের জন্য ছিল পুরষ্কার! স্পন্সর করেছে Just Easy Mom (নারীদের inner wear ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অনলাইন শপ), তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা!
৫. গত ০৬ তারিখ তাহফিজ ইন্টারন্যাশনাল স্কুলের Winter Festival এ মাতৃত্ব টীম "স্বাভাবিক প্রসবের প্রস্তুতি" নিয়ে একটা সেশন নেন যেখানে প্রিনাটাল কোর্স কোঅর্ডিনেটর আফিফা রায়হানা কথা বলেছেন। সেশনটি এখানে দেখা যাবে।
৬. আগামী ২০ জানুয়ারি রাত ৮টায় মাতৃত্ব'তে কথা বলবেন যুক্তরাষ্ট্র প্রবাসি পুষ্টিবিদ, ফিটনেস এক্সপার্ট আমরিন খান। বিষয়ঃ পুষ্টি ও ফিটনেস - গর্ভধারণের আগে ও পরে। Zoom এ সেশনটি অনুষ্ঠিত হবে, অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এরমাঝে অর্ধেকের বেশি সীট বুকড হয়ে গিয়েছে। সেশনে অংশগ্রহনে আগ্রহীরাই কেবল রেজিস্ট্রেশন করুন
|
- টেলিগ্রাম ভিত্তিক প্যারেন্টিং সহায়ক উদ্যোগ "তারবিয়্যাহ" আগামি ২৭ - ৩০ জানুয়ারি প্যারেন্টিং কনফারেন্স আয়োজন করেছে। বিস্তারিত
- প্রিনাটাল কোর্সের ২য় ব্যাচে যুক্ত হচ্ছেন অভিজ্ঞ মিডওয়াইফ শারমিন বন্দনা। আমাদের স্টুডেন্টদের কাছে এটা বেশ স্পেশাল খবর। উপরে ২নং আপডেটে থাকা হোমবার্থের গল্পটা শুনলে কারণটা বুঝতে পারা যাবে।
|
মাতৃত্ব পরিবারের একজন হিসেবে আপনি এই মেইল পাচ্ছেন। আগের নিউজলেটারগুলো এখানে পড়তে পারেন।
মাতৃত্ব ডট কম
বাসা:১/বি, ভবন: ৭, স্বপ্নডাঙ্গা হাউজিং হাজারিবাগ, ঢাকা-১২০৭
https://matritto.com
ইমেইল পাওয়া বন্ধ করতে চান? আনসাবস্ক্রাইব
|
|