অনলাইন -অফলাইন এ নিজেদের এটেন্ড করা বিভিন্ন ধরণের প্রিনাটাল কোর্স করার অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন আফিফা ও সামিয়া
Matritto logo

জীবনের জন্য উপকারী জ্ঞান

আসসালামু আলাইকুম।

ঘটনা:১
২০১৯ সালের মার্চ মাস।

হসপিটালের বেডে ইনডিউসড লেবার এর মারাত্মক পেইনে কাতরাচ্ছেন একজন মা। নাম তার সাবেকুন নাহার।

৭২ ঘণ্টার সেই অবর্ণনীয় পেইন জার্নি শেষে ভ্যাজাইনাল ডেলিভারীর মাধ্যমে তিনি জন্মদান করেছিলেন তার প্রথম সন্তান ২২ সপ্তাহের প্রিম্যাচিউর বেবি রায়য়ান শারিফকে।


মহান আল্লাহ তাঁয়ালার ইচ্ছায় বাচ্চাটি জন্মের এক মিনিটের মধ্যেই, আল্লাহ পাকের মেহমান হিসেবে আবার তার কাছে ফিরে যান আলহামদুলিল্লাহ।

ঘটনা:২
২০২২ সালের মার্চ মাস।

হসপিটালে লেবার রুমে নিজের করা বার্থ প্ল্যান, ইয়োগা ম্যাট, বার্থ বল, পানি, খেজুঁর আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে লেবার পেইনের সাথে কোপ-আপ করে সম্পূর্ণ একা হাটাহাটি করছেন একজন মা। নাম তার সাবেকুন নাহার।


প্রায় ১৬ ঘন্টার লেবার জার্নি শেষ করে বাচ্চার বয়স ৩৯ সপ্তাহের মাথায় সম্পূর্ণ ন্যাচারাল ডেলিভারির মাধ্যমে জন্মদান করেছিলেন তার দ্বিতীয় সন্তান মুহাম্মদ রায়য়ান সাবিককে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাঁয়ালার ইচ্ছায় বাচ্চাটি দুনিয়াতে তার মায়ের সাথে হাসি আনন্দে দিন পার করছে ,আলহামদুলিল্লাহ।

উপরের দুটি ঘটনাই আমার নিজের জীবনের গল্প। আমি সাবেকুন নাহার আজকের মাতৃত্ব নিউজলেটার লিখছি। কিছুদিন আগেই আমি মাতৃত্ব টীমে যোগ দিয়েছি ট্রেইনি চাইল্ড বার্থ এডুকেটর ও দৌলা হিসেবে।

জ্ঞান আর সময়ের ব্যবধানে আপনারা সাবেকুন নাহারের দুইটি রূপ ই দেখতে পেলেন! ৩ বছর আগের প্রথমবারের মতো মা হওয়া মেয়েটি ছিল গর্ভকালীন জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ!

লেবার ও ডেলিভারি সম্পর্কে তার তেমন কোন ধারনা তো ছিলই নাহ, এমনকি সামান্য বার্থপ্ল্যান ,কন্ট্রাকশন, ডায়ালেশন এ সমস্ত শব্দের সাথেও সে খুব একটা পরিচিত ছিল না! যার ফলশ্রুতিতে প্রেগন্যান্সি ,লেবার ও ডেলিভারী সময়ে তাকে বিভিন্ন রকম আন-ওয়ান্টেড প্রসেস এবং প্রসিডিউরের মাধ্যমে যেতে হয়। যেটি কিনা একটি কষ্টদায়ক বার্থ স্টোরি রচনা করেছিলো!

কিন্তু ঠিক ৩বছর পরে পুরোনো সেই অজ্ঞ একজন মা-ই প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে নিজের বার্থ প্ল্যান অনুসারে লেবার ও ডেলিভারিকে প্রগ্রেস করে রচনা করেছেন অসম্ভব পজিটিভ এবং অনুপ্রাণিত হবার মতো একটি বার্থ স্টোরির!

অল্প কিছু সময়ের ব্যবধানে একজন মায়ের এই আমূল পরিবর্তন কিভাবে সম্ভব হয়েছে বলতে পারেন?

উপকারী জ্ঞান অর্জনের মাধ্যমে। আল্লাহ তাঁয়ালার ইচ্ছায়, প্রথম সন্তান ভুল মেডিক্যাল হস্তক্ষেপের কারণে হারানোর পরে তিনি প্রেগন্যান্সি, লেবার ও ডেলিভারি সম্পর্কে জানার জন্য অনলাইন-অফলাইনে বিভিন্নভাবে পড়ালেখা শুরু করেন। তারই ধারাবাহিকতায় তিনি প্রিনাটাল কোর্স, চাইল্ড বার্থ এডুকেশনের উপর বিভিন্ন ট্রেনিং করে ফেলেন। ফলশ্রুতিতে, তিনি তার দ্বিতীয় সন্তান গর্ভধারণ থেকে শুরু করে লালন পালন করে চলেছেন সম্পূর্ণ একা। আত্মবিস্বাস আর সাহসিকতার সাথে আলহামদুলিল্লাহ।

প্রেগনেন্সির সময়টাকে নেভিগেট করতে জানেন এমন একজন মা আর একজন যিনি জানেন না, দুজনের মাঝে যে আকাশ-পাতাল তফাৎ হয় সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষনে বুঝে গেছেন!

এ বিষয়ে আরো ভালো বুঝতে পারবেন ইন শা আল্লাহ আমাদের আজকের লাইভ সেশন থেকে।

মাতৃত্ব কো-অর্ডিনেটর আফিফা রায়হানা এবং অসাধারণ হোমবার্থের গল্প শোনানো সামিয়া সারোয়ার আপু আজ রাত ৮টায় আসবেন ফেইসবুক গ্রুপ লাইভ এ। কথা বলবেন অনলাইন -অফলাইন এ নিজেদের এটেন্ড করা বিভিন্ন ধরণের প্রিনাটাল কোর্স করার অভিজ্ঞতা নিয়ে। তাই দেরী না করে সবাই মোবাইলে রিমাইন্ডার দিয়ে ফেলুন এখনি! কোনো ভাবেই যেনো মিস না হয় আমাদের আজকের লাইভ সেশন টি।

অন্যান্য খবর

  • আজ ০৮ ফেব্রুয়ারি আমাদের প্রিনাটাল ক্র্যাশ কোর্সে ভর্তির শেষ দিন। মোহাম্মদপুরের তাহফীজ স্কুলে হতে যাওয়া দিনব্যাপি ৩ টি সেশনে যোগ দেয়ার ফী ৮০০ টাকা। এর মাঝে সকাল বিকালের স্ন্যাক্স ও দুপুরের খাবার থাকছে। আরো থাকছে মাতৃত্ব টীমের সাথে কথা বলে আপনার সব জিজ্ঞাসা ও কনফিউশান দূর করার সুযোগ

মাতৃত্ব পরিবারের একজন হিসেবে আপনি এই মেইল পাচ্ছেন। আগের নিউজলেটারগুলো এখানে পড়তে পারেন।

মাতৃত্ব ডট কম
বাসা:১/বি, ভবন: ৭, স্বপ্নডাঙ্গা হাউজিং হাজারিবাগ, ঢাকা-১২০৭
https://matritto.com

ইমেইল পাওয়া বন্ধ করতে চান? আনসাবস্ক্রাইব