প্রায় ৪ বছর ধরে চলা এই সমীক্ষায় দেখা যায়, ক্লাস করা ৭% মা'র ক্ষেত্রে ভ্যাকুয়াম এক্সট্রাকশন দরকার হয়েছে যেখানে ক্লাস না করা মা'দের ক্ষেত্রে এই হার ২২%। ভ্যাকুয়াম এক্সট্রাকশন হলো প্রসব বেদনার দ্বিতীয় পর্যায়ে যখন লেবার ঠিকমতো আগায় না তখন বাচ্চার মাথায় একটি সাকশন ক্যাপ লাগিয়ে তাকে বের হতে সাহায্য করা হয়।
ডেলিভারিতে ভ্যাকুয়াম এক্সট্রাকশন না লাগা বা কম লাগার অর্থ হলো এসব মায়েরা প্রসব বেদনা ও বাচ্চা ডেলিভারির জন্য আগে থেকে ভালো মত প্রস্তুতি নিতে পেরেছেন এবং ডাক্তার ও মিডওয়াইফদের সাথে ভালো মতো সহযোগীতা করতে পেরেছেন। ফলে ক্লাস করা গ্রুপের বেশিরভাগ মায়েরা কোন রকম মেডিক্যাল হস্তক্ষেপ ছাড়াই সন্তান প্রসব করেছেন।
যারা ক্লাস করেছেনে তাদের মাঝে বুকের দুধ খাওয়ানোতেও বেশি সাফল্য দেখেছেন গবেষকরা, কারণ তারা এসব পর্যায়ে প্রফেশনালদের সাথে পরামর্শ করতে পরেছেন।