গর্ভকালীন পড়াশুনা নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়ায়
Matritto logo

জীবনের জন্য উপকারী জ্ঞান

আসসালামু আলাইকুম।

১. ইজরাইলের গবেষকদের পরিচালিত এক গবেষনায় দেখা গেছে গর্ভাকলীন ক্লাস প্রেগনেন্সি outcomeকে প্রভাবিত করে। তেলআবিবে অবস্থিত Wolfson Medical Center এ ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত ৩১৮ জন মা'র উপর এক সমীক্ষা চালানো হয় এবং গবেষকরা দেখেছেন প্রিনাটাল ক্লাস করা মা'দের নরমাল ডেলিভারির হার বেশি।

গবেষকরা প্রথমে ক্লাস করা (১৫৯ জন) ও ক্লাস না করা ( ১৫৯ জন) - এই দুইগ্রুপে তাদের ভাগ করা হয় এবং গর্ভধারণের সময় হিসেবে নিয়ে এই দুই গ্রুপ থেকে একজনের আরেকজনের সাথে ম্যাচিং করা হয়।

এরপর তারা অন্যান্য ফ্যাক্টর যেমন, আর্থিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এসব ভ্যারিয়েবলগুলোর প্রভাব বাদ দিয়ে দেখেন গর্ভকালীন প্রিনাটাল ক্লাস করা ৮০% মা নরমাল ভ্যাজাইনাল ডেলিভারির (স্বাভাবিক প্রসব) মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন, যেখানে ক্লাস না করা মা'দের ক্ষেত্রে এই হার ৫৮%।

প্রায় ৪ বছর ধরে চলা এই সমীক্ষায় দেখা যায়, ক্লাস করা ৭% মা'র ক্ষেত্রে ভ্যাকুয়াম এক্সট্রাকশন দরকার হয়েছে যেখানে ক্লাস না করা মা'দের ক্ষেত্রে এই হার ২২%। ভ্যাকুয়াম এক্সট্রাকশন হলো প্রসব বেদনার দ্বিতীয় পর্যায়ে যখন লেবার ঠিকমতো আগায় না তখন বাচ্চার মাথায় একটি সাকশন ক্যাপ লাগিয়ে তাকে বের হতে সাহায্য করা হয়।


ডেলিভারিতে ভ্যাকুয়াম এক্সট্রাকশন না লাগা বা কম লাগার অর্থ হলো এসব মায়েরা প্রসব বেদনা ও বাচ্চা ডেলিভারির জন্য আগে থেকে ভালো মত প্রস্তুতি নিতে পেরেছেন এবং ডাক্তার ও মিডওয়াইফদের সাথে ভালো মতো সহযোগীতা করতে পেরেছেন। ফলে ক্লাস করা গ্রুপের বেশিরভাগ মায়েরা কোন রকম মেডিক্যাল হস্তক্ষেপ ছাড়াই সন্তান প্রসব করেছেন।


যারা ক্লাস করেছেনে তাদের মাঝে বুকের দুধ খাওয়ানোতেও বেশি সাফল্য দেখেছেন গবেষকরা, কারণ তারা এসব পর্যায়ে প্রফেশনালদের সাথে পরামর্শ করতে পরেছেন।

২. দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ইউনিভার্সিটির গবেষকরা প্রথমবারের মতো মা হতে যাবেন (Primigravida) এমন মা'দের ইন্টারভিউ নিয়েছেন এবং তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, গর্ভকালীন ক্লাস প্রসব বেদনার ভীতি কমাতে সাহায্য করে এবং গর্ভবতীকে প্রসব বেদনা ব্যবস্থাপনায় এগিয়ে রাখে।

ডেলিভারির সময় মিডওয়াইফের মানসিক সাপোর্ট প্রসব বেদনায় কাতর মা'কে সাহায্য করে। তারা দেখেছেন এধরনের প্রস্তুতিমূলক পড়াশুনা সার্বিক সন্তান জন্মদানের অভিজ্ঞতাকে উন্নত করে, এবং প্রসব সম্পর্কে অবাস্তব ধারণা দূর করে। তারা প্রিনাটাল প্রশিক্ষকদের হাসপাতালের ডাক্তার/নার্সদের সাথে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন।

মাতৃত্ব প্রিনাটাল কোর্সের পরিচালক আফিফা রায়হানা নিজের প্রথম প্রেগনেন্সিতে প্রিনাটাল ক্লাস করার অভিজ্ঞতা, দেশে প্রিনাটাল এডুকেশন ছড়িয়ে দেয়ার চিন্তা এবং ১ম ব্যাচ শেষ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন এই ভিডিওতে।

বিভিন্ন মিডিয়ায় প্রিনাটাল কোর্স/এডুকেশন সংক্রান্ত কভারেজ

নোটিশঃ

আফিফা আগামী ৬ই জানুয়ারি বিকেল ৩:৩০ এ তাহফিজ ইন্টারন্যাশনাল স্কুলের Winter Festival এ "স্বাভাবিক প্রসবের প্রস্তুতি" নিয়ে একটি Free সেশন নেবেন। অংশ নিতে রেজিস্ট্রেশন জরুরী। ফ্রি রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/9A3seyLxQwzMgiAV6

মাতৃত্ব পরিবারের একজন হিসেবে আপনি এই মেইল পাচ্ছেন। আগের নিউজলেটারগুলো এখানে পড়তে পারেন।

মাতৃত্ব ডট কম
বাসা:১/বি, ভবন: ৭, স্বপ্নডাঙ্গা হাউজিং হাজারিবাগ, ঢাকা-১২০৭
https://matritto.com

ইমেইল পাওয়া বন্ধ করতে চান? আনসাবস্ক্রাইব