- তোমাদের একটা গল্প বলি, কেমন?
- বলো
- একযুদ্ধে আমাদের রাসূল (সাঃ) একজন চাচা শহীদ হন এবং তার লাশের সাথে খুব খারাপ আচরণ করে কাফিররা।
মেয়ের মনে পড়লো আমার সাথে পড়া সীরাত গ্রন্থের কথা।
- হ্যা বাবা, ওনার নাক কান কেটে ফেলা হইছিলো।
- গুড। তোমার মনে আছে। উম্মে হিন্দা নামের এক মহিলা এই কাজ করেছিলেন। কেন করেছিলেন জানো? ঘৃণা থেকে। ইসলামকে কাফিররা ঘৃণা করতো, সেই ঘৃণা থেকে তারা অসম্ভব সব খারাপ কাজ করতো। কিন্তু আল্লাহর রাসূল (সাঃ) যখন মক্কা শহর জয় করলেন আর কাফিরদের হারিয়ে দিলেন, তখন কিন্তু তিনি এরকম কাজ করেন নাই।
- কি করছেন তখন?
- উনি সবাইকে মাফ করে দিয়েছিলেন। এখন তুমি বলো, তোমার চাচ্চুকে কেউ এভাবে মারলে তুমি কি তাকে তোমার শত্রু মনে করবা? তুমি তাকে সুযোগ পেলে পানিশমেন্ট দিতে না?
মেয়ে একটু দিধান্বিত, তবুও হ্যা বললো।
- ঠিক। কিন্তু আমাদের নবী (সাঃ) এরপরেও সবাইকে মাফ করে দিয়েছিলেন। এবং উনার এরকম ব্যবহারের কারণে তখন সবাই দলে দলে মুসলিম হয়ে যায়। এমনকি এই উম্মে হিন্দা ও মুসলিম হয়ে যান।
- তখন কি উনাকে পানিশমেন্ট দেয় নাই?
- না। কারণ যিনি মুসলিম হন, তার আগের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর পানিশমেন্ট তো শত্রুকে দেয়। ইসলাম আমাদের শেখায় যেন আমরা আমাদের বন্ধুত্ব করবো আল্লাহর কারণে। আমি আল্লাহকে ভালবাসি, তার রাসূলকে ভালবাসি। আরেকজন যে একইভাবে আল্লাহ ও তার রাসূল (সাঃ) ভালবাসে সেও আমাদের বন্ধু। একই ভাবে যে আল্লাহ ও তার রাসূল (সাঃ) শত্রু মনে করে, আমরাও তার শত্রু। বুঝতে পারছো?