ইব্রাহিম (আ) এর মতো সন্তানের জন্য দোআ করতে শিখি

ইব্রাহিম (আ) সন্তানের জন্য কেমন দোআ করতেন?

রমজানে ইমাম সাহেব ফজর ও আসরের নামাজের পর সংক্ষেপে বয়ান করেন। একদিন ফজর নামাজের পর বললেন, সন্তানের জন্য আমাদের দোআ করা দরকার। গতকাল তারাবীহ'তে সুরা বাকারা পড়েছি। সেখানে ইব্রাহিম (আ) কথা এসেছে। আল্লাহ উনাকে কাবা ঘর নির্মানের মতো অতি সম্মানের কাজের জন্য নির্বাচন করেছিলেন। এই সম্মানের জন্য তিনি যোগ্য ছিলেন, আল্লাহর রহমতে নিজেকে যোগ্য করতে পেরেছেন।

এই অসামান্য কাজ সমাধান করার পর তিনি যখন আল্লাহ'র কাছে শোকর করে দোআ করছিলেন, আপনি দেখবেন সেখানে তিনি সন্তান ও ভবিষ্যত প্রজন্মের জন্য দোআ করছিলেন। আমরা নিজের জন্যই দোআ করতে ভুলে যাই। আল্লাহর কাছে চাইতে আমরা অভ্যস্ত না। সেখানে আমাদের জাতির পিতা ইব্রাহিম (আ) তার সন্তান ও ভবিষ্যত প্রজন্মের জন্য আল্লাহর কাছে দোআ করেছেন। কেমন সেই দোআ?

Our Lord! Make us both ˹fully˺ submit to You1 and from our descendants a nation that will submit to you. Show us our rituals, and turn to us in grace. You are truly the Accepter of Repentance, Most Merciful.


‘হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান। আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধি-বিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু’।
- সুরা বাকারা, আয়াত ১২৮

একজন ভিশনারি বাবার মতোই দোআ। যিনি বুঝেছেন তার সন্তানদের প্রকৃত সাফল্য আল্লাহর অনুগত বান্দা হওয়াতে। এবং এরপর তিনি আরো দোআ করেছেন:

‘হে আমাদের রব, তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়’।

আল্লাহ'র কাছে শুধু সন্তানদের সুপথে রাখার দোআ করেননি, সাথে চেয়ে নিয়েছেন অসাধারণ সম্মান। নিজের বংশে রাসূল প্রেরণ করতে আল্লাহর কাছে অনুরোধ করেছেন।

আমরা একটা দৃশ্য কল্পনা করার চেষ্টা করতে পারি। হাশরের ময়দানে অযুত জনতা যখন বিচারের অপেক্ষায় থাকবে, তখন হয়তো কোন ঘোষক বলে উঠবেন, ঐ আসে ইব্রাহিমের বংশধর নবী মুহাম্মদ (সাঃ)!

এই অসাধারণ সম্মান কয়জন মানুষ পাবেন যে, তাঁর বংশধর একজন আল্লাহর নবী হবেন?

আমাদের প্রজন্ম বিয়েশাদি করেছে, আল্লাহ'র রহমতে সন্তানও পেয়েছে। আমরা কয়জন তাদের জন্য আল্লাহর কাছে আন্তরিক ভাবে দোআ করি?

আমরা কি ইব্রাহিম (আ) এর মতো আমাদের সন্তানদের এবং পরের প্রজন্মগুলোর কথা আমাদের দোআয় মনে রাখি? আমরা ঠিক কী ধরনের দোআ তাদের জন্য করি? ডাক্তার বানাও, উকিল/ইঞ্জিনিয়ার বানাও? ভাল মানুষ বানাও?

নাকি আমরা দোআ করি আমাদের সন্তান যেন ইসলামের একজন দ্বায়ী হয়? যেমন আমার পরকালীন মুক্তির কারণ হয় ... যেন সে ইসলামের উপরে থেকে দুনিয়ায় বাস করে এবং মুসলিম হিসেবে দুনিয়া ত্যাগ করে? সত্য মিথ্যার কঠিন চয়েস তার সামনে আসলে সে যেন আল্লাহর রজ্জু সজোরে ধরে রাখে এমন দোআ কি আমরা করি?


আমরা যেই মানের মুসলিম, আমাদের দোআও সেরকম হবে। সন্তানের জন্য দোআ করার আগে তাই নিজের জন্য দোআ করা জরুরী।

আমাদের প্রিনাটাল কোর্সের ৩য় ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে।

ক্লাস শুরু ২৫ এপ্রিল (সম্ভাব্য)

০৮ সপ্তাহে মোট ১৬টি লাইভ ক্লাসের ফীঃ ১৮০০টাকা
১০ রমজানের মাঝে ভর্তি হলে ৩০০ টাকা ছাড়

কোর্সের বিস্তারিত জানতে বা ভর্তি হতে নক করুন m.me/matritto



মাতৃত্ব পরিবারের একজন হিসেবে আপনি এই মেইল পাচ্ছেন।

মাতৃত্ব ডট কম
বাসা:১/বি, ভবন: ৭, স্বপ্নডাঙ্গা হাউজিং হাজারিবাগ, ঢাকা-১২০৭
https://matritto.com

ইমেইল পাওয়া বন্ধ করতে চান? আনসাবস্ক্রাইব