আমি নাবিয়া সুলতানা হাতেকলমে প্রিনাটাল ক্লাস নিয়ে আসছি
Matritto logo

জীবনের জন্য উপকারী জ্ঞান

আসসালামু আলাইকুম।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি । ফররুখ আহমদের লেখা পংতিটি হয়তো মুসলিম নবজাগরণের আহ্বান । তবে আমার কাছে এটা এখন মায়েদের জাগরণের আহ্বান ।


আজকের মেইলটি লিখছি, আমি নাবিয়া সুলতানা, একজন চাইল্ড বার্থ এডুকেটর ও দৌলা। চাইল্ড বার্থ এডুকেটর হিসেবে কাজ করা শুরু করি ২০২১ এর সেপ্টেম্বর থেকে। পরের ১৫ মাসে মোট নয়টা ব্যাচে স্টুডেন্টদের ক্লাস নিয়েছি। ভার্চুয়ালি ও সরাসরি দৌলা সেবা দিয়েছি ৫০ এর ও অধিক মা'কে। মজার ব্যাপার হলো এই দৌলা সেবা গ্রহীতাদের বেশিরভাগ মা'ই VBAC করিয়েছেন। বলতেই হবে, ভিব্যাক মায়েরা তুলনামূলক বেশি সচেতন।

আমার এসব ক্লায়েন্টদের মাঝে একজন মা ছিলেন যার প্রথম সন্তান সি-সেকশন ছিল। তিনি দ্বিতীয় প্রেগন্যান্সিতে স্বাভাবিক প্রসবের জন্য তার করণীয় জানতে চাইছিলেন। আবার আর একজন মা যার তিনটি সন্তানই এপিসিওটোমিসহ স্বাভাবিক প্রসব কিন্তু পেলভিক ফ্লোর বেশ দুর্বল হয়ে যাওয়ায় চতুর্থবার ডাক্তার সি-সেকশন করার পরামর্শ দেন, তিনি দু তিনজন ডাক্তার পরিবর্তনের পরও হতাশ হয়ে এর সমাধান পাবার জন্য নক দেন ।


একজন চাইল্ড বার্থ এডুকেটর ও দৌলা পরিচিতি পাবার পর এরকম শত শত মা এর প্রেগন্যান্সি জার্নির চাপা কষ্ট , দুশ্চিন্তা , শরীর ও মনের অজানা পরিবর্তন জানার ব্যাকুলতা, সন্তান প্রসব এর অলিগলি জানার চেষ্টা দেখে মনে হয়েছিল হাতেকলমে প্রিনাটাল ক্লাশ আর কত দূর !


আবার দুটো সিসেকশন এর পরে স্বাভাবিক প্রসব এর আনন্দাশ্রুর অনুভূতিতে নিজেকে একাত্ম করতে পারাটাও ছিল দারুন ! ( আল্লাহ রব্বুল আলামীন সকল মাকেই উত্তম প্রতিদান দিন)।


আরো কিছু মাতৃত্ব গল্পের ডালিতে আছে প্রসব অগ্রসর না হওয়া, আবার সামান্য এনাটমিক্যাল তারতম্যের কারণে একটুর জন্য স্বাভাবিক প্রসব মিস করা। মেয়েদের এই গাঠনিক কাঠামোর গড়ন কিন্তু বয়সন্ধিকাল থেকে শুরু হয়েছিল যার পরিস্ফুটন মাতৃত্বে। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে সব শেষ । দীর্ঘ নয় মাস সময় সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন প্রস্তুতি অর্জনের জন্য । শেষ পর্যন্ত আমি (মা) ই যদি ফিট থাকতে না পারি তাহলে ডাক্তার আপাই বা কতটুকু সাহায্য করবে।


তাই শরীরকে জেনে বুঝে গড়েপিটে নিতে হবে আমাকেই। মা হিসেবে আমার জাগরণের ভেতর দিয়েই সূচনা হবে সন্তানের জন্য নেয়া গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপটি ।


২০১৪ সাল থেকে মাতৃত্ব ডট কম’র যাত্রার উপলক্ষ ছিল মায়েদের জাগানো। এর ধারাবাহিকতায় ২০২২ সালে অনলাইনে প্রিনাটাল ক্লাস শুরু হয় মাতৃত্ব থেকে, যার ২য় ব্যাচের ক্লাস এখন চলমান। ২০২৩ এর জানুয়ারিতে আমি মাতৃত্ব’র টীমে যোগ দেই।


আগামী ১০ ফেব্রুয়ারি পুরো মাতৃত্ব টীম থাকবেন মোহাম্মদপুরের তাহফীজ ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপি প্রিনাটাল কর্মশালায়। হাতেকলমে আমাদের মায়েরা শিখবেন মাতৃত্ব টীমের আফিফা রায়হানা, নাবিয়া সুলতানা ও অভিজ্ঞ মিডওয়াইফ শারমিন রহমানের কাছে।

কোর্সের সেশন প্ল্যান ও বিস্তারিত জানতে এই পেইজ দেখুন। আর কোর্স ফী ৮০০ টাকা। এর মাঝে সকাল-বিকালের স্ন্যাক্স ও দুপুরের লাঞ্চ অন্তর্ভুক্ত। সাথে থাকবে সার্টিফিকেট।


তাহফীজ স্কুলের পরিবেশ বেশ দারুণ, নারীদের জন্য পর্দা ফ্রেন্ডলি। নারী স্টুডেন্ট তার স্বামী/অভিভাবককে সাথে আনতে পারবেন। আয়োজন সম্পর্কে আরো কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুকে নক দিন।


দেখা হচ্ছে সবার সাথে ইনশা আল্লাহ।

অন্যান্য খবর

  • মাতৃত্ব থেকে আমরা নিয়ে এসেছি প্রেগনেন্সি জার্নাল। গর্ভাবস্থায় আপনার অনুভূতি, স্মরণীয় ঘটনা নোট করে রাখার জন্য ছোট্ট কিউট নোটবুক। অর্ডার করতে ইনবক্স করুন।

মাতৃত্ব পরিবারের একজন হিসেবে আপনি এই মেইল পাচ্ছেন। আগের নিউজলেটারগুলো এখানে পড়তে পারেন।

মাতৃত্ব ডট কম
বাসা:১/বি, ভবন: ৭, স্বপ্নডাঙ্গা হাউজিং হাজারিবাগ, ঢাকা-১২০৭
https://matritto.com

ইমেইল পাওয়া বন্ধ করতে চান? আনসাবস্ক্রাইব