মাতৃত্ব নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা, তবে মায়েদের ঘাটতির জায়গাটা পূরণ করা যায় না অনেকাংশেই বাবা বা পরিবারের অন্যান্য সদস্যদের সমর্থন, সহযোগিতার অভাবে ।
বাবাদের দায়িত্বশীলতা অবশ্যই অর্থকেন্দ্রিক, তারপরও একজন মা, একজন স্ত্রী মাঝে মাঝে শারীরিক ও মানসিকভাবে সুনিশ্চিত নির্ভরতায়, দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন তার অর্ধাঙ্গের সামান্য সহমর্মিতায়।
"মাতৃত্ব" থেকে আমরা আয়োজন করতে যাচ্ছি বাবাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ওয়েবিনার। গেস্ট হিসেবে থাকবেন ডাঃ Mohammad Sayeid Al Jamee, যিনি ব্যক্তিগত জীবনে আট সন্তানের জনক (বারাকাল্লাহু ফীকুম)। বর্তমানে ইংল্যান্ড এ অবস্থান করছেন ।
বাবা মা এর সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক আন্তরিকতায় কীভাবে গর্ভকালীন ও প্রসবপরবর্তী সময়কে স্বাচ্ছন্দপূর্ণ করা যায়, সুন্দর পারিবারিক অবকাঠামো তৈরি করা যায় সেই বিষয় জানাতে আমরা আসছি আজ ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ইনশাআল্লাহ