প্রিনেটাল কুইজ আপনাকে নলেজ এসেসমেন্টে সহায়তা করবে

প্রিনেটাল কুইজে অংশ নিয়েছেন কি?

২০২৩ সালে এসে একজন মায়ের জন্য স্বাভাবিক ও প্রাকৃতিক প্রসব বেশি জরুরী।

খেয়াল করুন আমি স্বাভাবিক ও প্রাকৃতিক দুটো বিষয়কে আলাদা করছি। স্বাভাবিক প্রসব বলতে ভ্যাজাইনাল ডেলিভারি মিন করছি।

আর প্রাকৃতিক প্রসব বলতে এমন বার্থ এক্সপেরিয়েন্সের কথা বলছি যেখানে যেকোন ধরনের বাইরের হস্তক্ষেপ ও মেডিকেশনের ব্যবহার থাকবে না।


কেন এমনটা বলছি সেটা বলার আগে আপনার কাছে প্রশ্নঃ এধরনের বার্থ এক্সেপেরিয়েন্সের জন্য আপনি (মা হিসেবে) অথবা আপনি (স্বামী হিসেবে) কতটা প্রস্তুত? সেটা যাচাই করতে নিচের বাটনে চেপে প্রিনাটাল কুইজে অংশ নিন।

কেন স্বাভাবিক ও প্রাকৃতিক প্রসব জরুরী?

১. কারণ এটা আল্লাহ'র দেয়া একটা ব্যবস্থা। মহান স্রষ্টা নারী শরীরকে এমনভাবে বানিয়েছেন যেন এটা সন্তান ধারণ ও প্রসব এই দুটো কঠিন কাজ করতে পারে। তাই ভ্যাজাইনাল ডেলিভারি ও মেডিকেল হস্তক্ষেপ ছাড়া প্রসব খুবই স্বাভাবিক ও কাম্য

২. মেডিকেল হস্তক্ষেপ যেমন পেইন কমানোর এপিডুরাল মা'কে দেয়ার ৬০ সেকেন্ডের মাঝে প্লাসেন্টায় বাচ্চার কাছে পৌছে যায়। যেকোন ধরনের মেডিকেল হস্তক্ষেপ আরেকটি হস্তক্ষেপকে আমন্ত্রণ জানায়

৩. একজন মা সচেতন থেকে প্রসবকে অনুভব করেন স্বাভাবিক প্রসবে। এতে তার মাতৃত্বের বোধ সমুন্নত হয়

৪. স্বাভাবিক প্রসবের বাচ্চারা রোগ প্রতিরোধ ক্ষমতা ও বুদ্ধিমতত্তায় সিজারিয়ান বেবিদের থেকে এগিয়ে থাকে বলে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে

৫. স্বাভাবিক প্রসবের মা সন্তানকে বুকের দুধ খাওয়ানোতে বেশি সফল হন, কারণ মেডিকেল হস্তক্ষেপ এখানে প্রভাব ফেলে

৬. প্রাকৃতিক প্রসবে মা তাড়াতাড়ি সেরে উঠেন এবং মানসিকভাবে উজ্জীবিত থাকেন।

আপনি কী করতে পারেন?

স্বাভাবিক ও প্রাকৃতিক প্রসব দুটোই আল্লাহর দেয়া রিজিক। গর্ভধারণ ও প্রসব দুটোই নারী জীবনের Big Event। এখানে হাজারো বিষয় থাকে যেগুলো গর্ভধারণ ও প্রসব সবকিছুকে প্রভাবিত করে। আপনি দুটো কাজ করতে পারেনঃ

১. দোআ করতে পারেন Best outcome এর জন্য
২. Evidence based পড়াশুনা করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন
৩. এমন ডাক্তার/মিডওয়াইফ খুঁজে বের করবেন যিনি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রসবকে প্রমোট করেন
৪. লেবারের বিগ ডে'র জন্য শরীরকে প্রস্তুত করবেন, পুষ্টি ও ব্যায়ামের সমন্বয়ে
৫. দৌলার প্রফেশনাল হেল্প নিতে পারেন সব প্রস্তুতিকে সুন্দর করার জন্য

মাতৃত্ব আপনাকে যেভাবে হেল্প করতে পারেঃ

১. প্রিনেটাল কোর্সঃ ১৬ টা ক্লাসের মাধ্যমে প্রেগনেন্সি, প্রসব ও নবজাতকের যত্ন, পোস্টপার্টাম কেয়ার নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়। যেকোন মায়ের জন্য Life changing এক্সপেরিয়েন্স হতে পারে আমাদের ক্লাসগুলো। ৫ম ব্যাচে ভর্তি চলছে এখন!

২. দৌলা সেবাঃ অফলাইনে ও ভার্চুয়াল মাধ্যমে দুই ভাবে দৌলা সেবা দেয়া হয়।

৩. জ্ঞানগত সাপোর্টঃ আমাদের সাইটে ৩০০'র বেশি লেখা আছে এই সব বিষয় নিয়ে

৪. কম্যুনিটি সাপোর্টঃ ফেসবুকে ১২হাজার সদস্যের শুধুমাত্র নারীদের গ্রুপ ও টেলিগ্রামে ১১০০ সদস্যর পাবলিক গ্রুপ যেখানে মা ও বাবা প্রশ্ন করতে পারেন। আমাদের কম্যুনিটি দারুণ হেল্পফুল!

আমাদের প্রিনাটাল কোর্সের ৫ম ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে।

০৮ সপ্তাহে মোট ১৬টি লাইভ ক্লাসের ফীঃ ১৫০০টাকা

(Early bird discount)

কোর্সের বিস্তারিত জানতে বা ভর্তি হতে নক করুন m.me/matritto



মাতৃত্ব পরিবারের একজন হিসেবে আপনি এই মেইল পাচ্ছেন।

মাতৃত্ব ডট কম
বাসা:১/বি, ভবন: ৭, স্বপ্নডাঙ্গা হাউজিং হাজারিবাগ, ঢাকা-১২০৭
https://matritto.com

ইমেইল পাওয়া বন্ধ করতে চান? আনসাবস্ক্রাইব