প্রেগনেন্সিতে বাবার ভূমিকা কেমন হওয়া উচিত

প্রেগনেন্সিতে বাবার ভূমিকা

গত ২৮ আগস্টে মাতৃত্ব বার্থ স্টোরি নাইটে কথা বলেছেন আহলিয়া হাসান ও হাসান বিন আলী। প্রায় দেড় ঘন্টার এই স্টোরির শেষের দিকে ২০ মিনিটে জনাব হাসান তার ২য় সন্তানের ভিব্যাকে তার নিজের ভূমিকা কী ছিল সেটা নিয়ে কথা বলেছেন।

গুরুত্বের কারণে এই অংশটি আমরা আলাদা ভিডিও হিসেব ইউটিউবে প্রকাশ করেছি। Must Listen!

বক্তব্যের চুম্বকাংশ

১. জনাব হাসান একটা ফ্রেমওয়ার্ক উপস্থাপন করেছেন তাদের ভিব্যাক সাফল্যের পেছনে, যেখানে আল্লাহ'র উপর ভরসা করা, প্রয়োজনীয় জ্ঞান অর্জন, দৌলা সাপোর্ট নেয়া, ভিব্যাক-ফ্রেন্ডলি ডাক্তার খুঁজে নেয়া এসব বিষয় নিয়ে কথা বলেছেন।

২. স্ত্রীকে কতটা চতুর্মূখীভাবে সাপোর্ট দেয়া যায় সেটা শেয়ার করেছেন

৩. হবু বাবা ও হাজব্যান্ডদের জন্য অনেক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ টিপস/উপদেশ দিয়েছেন।

তাই প্রত্যেক হাজব্যান্ডের জন্য হাইলি রেকমেন্ডেড এই অডিও ক্লিপ। আপনর ১৯ মিনিট সময় অপচয় হবে না ইনশা আল্লাহ।

আরো রিসোর্স

এবছর ফেব্রুয়ারিতে আমরা কথা বলেছিলাম মুহাম্মদ সাইয়েদ আল জামী ভাই ও উম্মু আবদিল্লাহ আপুর সাথে। তারা তাদের দাম্পত্য জীবনের বিভিন্ন শিক্ষনীয় বিষয় নিয়ে কথা বলেছেন। সাইয়েদ আল জামী ভাই দারুণ সব উপদেশ/করণীয় শেয়ার করেছেন ভাইদের জন্য।

ইউটিউব লিংক

প্রস্তুতি যেভাবে নেবেনঃ

উপরের দুটি রিসোর্সের যেকোন একটি যদি আপনি দেখে থাকেন, তাহলে একজন হবু বাবা/স্বামী হিসেবে আপনি মাতৃত্ব থেকে যেভাবে উপকার পেতে পারেনঃ

১. প্রিনেটাল কোর্সঃ ১৬ টা ক্লাসের মাধ্যমে প্রেগনেন্সি, প্রসব ও নবজাতকের যত্ন, পোস্টপার্টাম কেয়ার নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়। যেকোন মায়ের জন্য Life changing এক্সপেরিয়েন্স হতে পারে আমাদের ক্লাসগুলো। ৫ম ব্যাচে ভর্তি চলছে এখন!
কোর্স ফী ১৮০০ টাকা


২. দৌলা সেবাঃ অফলাইনে ও ভার্চুয়াল মাধ্যমে দুই ভাবে দৌলা সেবা দেয়া হয়।

৩. জ্ঞানগত সাপোর্টঃ আমাদের সাইটে ৩০০'র বেশি লেখা আছে এই সব বিষয় নিয়ে, সেগুলো সময় নিয়ে পড়তে পারেন।

মাতৃত্ব ওয়েবসাইটে লিখুন

প্রতিদিন হাজারো পাঠক গুগল সার্চ এবং সোশাল মিডিয়া থেকে আমাদের সাইটে পড়তে আসেন। জীবন ঘনিষ্ঠ সব প্রশ্নের উত্তর খোঁজেন তারা। আপনি কোন বিষয়ে এক্সপার্ট হলে অবশ্যই আপনার জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করতে মাতৃত্ব সাইটে লিখুন।

এছাড়া বাবা-মা অথবা স্বামী-স্ত্রী হিসেবে আপনার বার্থস্টোরী, দাম্পত্য সাফল্য, প্যারেন্টিং, শিক্ষা এসব ব্লগ আকারে লিখতে পারেন।
যোগাযোগঃ ইমেইল / হোয়াটসঅ্যাপ / টেলিগ্রাম / মেসেঞ্জার



মাতৃত্ব পরিবারের একজন হিসেবে আপনি এই মেইল পাচ্ছেন।

মাতৃত্ব ডট কম
বাসা:১/বি, ভবন: ৭, স্বপ্নডাঙ্গা হাউজিং হাজারিবাগ, ঢাকা-১২০৭
https://matritto.com

ইমেইল পাওয়া বন্ধ করতে চান? আনসাবস্ক্রাইব