বাচ্চাদের সামনে ঝগড়া করা যাবে না, সব ধরনের কাপল কনফ্লিক্ট বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে - এরকম মোটা দাগের একটা ধারণা আমরা লালন পালন করি।
এবং আমরা ধরে নেই এটাই আধুনিক প্যারেন্টিং, " আগের প্রজন্মের" দম্পতিরা প্যারেন্টিং বুঝত না বলেই বাচ্চাদের সামনে ঝগড়াঝাঁটি করতো।
সঠিক ধারণা হলো দাম্পত্যের ঝগড়া মন কষাকষি এগুলো বাচ্চাদের সামনে করা যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কীভাবে করা যাবে।
যেভাবে ঝগড়া/মন কষাকষি করা যাবে না
- আক্রমণাত্মক কথা বার্তা, গালাগালি।
- শারীরিকভাবে আঘাত করা, ধাক্কা দেয়া, আক্রমনাত্মক দেহভঙ্গি।
- নিরব শাস্তি, যেমন এড়িয়ে চলা, কথা না শোনার ভঙ্গি করা, পাত্তা না দেয়া
- কথা কাটাকাটিতে হেরে যাওয়ার অভিনয় করা
বাচ্চারা এগুলো খুব দ্রুত শিখে নিবে এবং আপনার সাথে বা তার বন্ধু-বান্ধবদের সাথে এগুলো ব্যবহার করা শুরু করবে।
দম্পতিদের সকল ধরনের কনফ্লিক্ট থেকে বাচ্চাদেরকে সরিয়ে রাখার খারাপ দিক হলো বাচ্চারা মনে করতে শুরু করে দুনিয়াতে কোন ধরনের ঝগড়া বিবাদ নেই।
এরপর তারা একটু বড় হয়ে যখন তাদের সামাজিক পরিমণ্ডলে যাতায়াত শুরু করে- স্কুল/খেলাধুলা - সেখানে সমবয়সীদের সাথে কনফ্লিক্ট বা সংঘর্ষ ম্যানেজমেন্টেে তারা পিছিয়ে পড়ে।
বাবা-মা হিসেবে আপনাদের দুজনের মতানৈক্য দূরত্ব কথা কাটাকাটি সন্তানদের সামনে সুন্দরভাবে করুন, যেন সেটা তাদের শেখার সুযোগ করে দেয়।
যেকোনো ধরনের মিথ্যা বলা বা মিথ্যা অভিনয় করা, ধ্বংসাত্মক আচরণ এড়িয়ে চলুন। নিঃসন্দেহে আপনি এমন সন্তান গড়ে তুলতে পারবেন যে হবে ইমোশনালি ইন্টেলিজেন্ট।