সঠিক ধারণা হলো দাম্পত্যের ঝগড়া মন কষাকষি এগুলো বাচ্চাদের সামনে করা যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কীভাবে করা যাবে।

বাচ্চার সামনে ঝগড়া করা যাবে?

what is birth plan
বাচ্চাদের সামনে ঝগড়া করা যাবে না, সব ধরনের কাপল কনফ্লিক্ট বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে - এরকম মোটা দাগের একটা ধারণা আমরা লালন পালন করি।
এবং আমরা ধরে নেই এটাই আধুনিক প্যারেন্টিং, " আগের প্রজন্মের" দম্পতিরা প্যারেন্টিং বুঝত না বলেই বাচ্চাদের সামনে ঝগড়াঝাঁটি করতো।
ভুল ধারণা।
সঠিক ধারণা হলো দাম্পত্যের ঝগড়া মন কষাকষি এগুলো বাচ্চাদের সামনে করা যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কীভাবে করা যাবে।
যেভাবে ঝগড়া/মন কষাকষি করা যাবে না
- আক্রমণাত্মক কথা বার্তা, গালাগালি।
- শারীরিকভাবে আঘাত করা, ধাক্কা দেয়া, আক্রমনাত্মক দেহভঙ্গি।
- নিরব শাস্তি, যেমন এড়িয়ে চলা, কথা না শোনার ভঙ্গি করা, পাত্তা না দেয়া
- কথা কাটাকাটিতে হেরে যাওয়ার অভিনয় করা
বাচ্চারা এগুলো খুব দ্রুত শিখে নিবে এবং আপনার সাথে বা তার বন্ধু-বান্ধবদের সাথে এগুলো ব্যবহার করা শুরু করবে।
দম্পতিদের সকল ধরনের কনফ্লিক্ট থেকে বাচ্চাদেরকে সরিয়ে রাখার খারাপ দিক হলো বাচ্চারা মনে করতে শুরু করে‌ দুনিয়াতে কোন ধরনের ঝগড়া বিবাদ নেই।
এরপর তারা একটু বড় হয়ে যখন তাদের সামাজিক পরিমণ্ডলে যাতায়াত শুরু করে- স্কুল/খেলাধুলা - সেখানে সমবয়সীদের সাথে কনফ্লিক্ট বা সংঘর্ষ ম্যানেজমেন্টেে তারা পিছিয়ে পড়ে।
বাবা-মা হিসেবে আপনাদের দুজনের মতানৈক্য দূরত্ব কথা কাটাকাটি সন্তানদের সামনে সুন্দরভাবে করুন, যেন সেটা তাদের শেখার সুযোগ করে দেয়।
যেকোনো ধরনের মিথ্যা বলা বা মিথ্যা অভিনয় করা, ধ্বংসাত্মক আচরণ এড়িয়ে চলুন। নিঃসন্দেহে আপনি এমন সন্তান গড়ে তুলতে পারবেন যে হবে ইমোশনালি ইন্টেলিজেন্ট।
হ্যাপি প্যারেন্টিং

আমাদের কাজের আপডেট

২০২৪ সালে আমরা বেশ ব্যস্ত সময় পার করছি বলা চলে।

  • জানুয়ারি মাসের ২০ তারিখে প্রিনেটাল কোর্সের ৭ম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। এখন ২০০ টাকা ছাড়ে ১৬০০ টাকা ফি দিয়ে ভর্তি চলছে।
  • আমানিবার্থের সাথে যৌথ উদ্যোগে আমরা আয়োজন করছি চাইল্ড বার্থ এডুকেটর এবং দৌলা ট্রেনিং। একজন শিক্ষিত চাইল্ড বার্থ এডুকেটর এবং দৌলা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান? ঘর সংসার সামলে অন্য একজন নারীকে প্রেগনেন্সিতে হেল্প করতে চান? এই ফরমটি পূরণ করে রাখুন।
  • প্রেগনেন্সিতে শারীরিকভাবে সক্রিয় থাকা, নিয়মিত কিছু ব্যায়াম করা দরকারি জানার পরেও অনেকেই হয়তো প্রয়োজনীয় মটিভেশন না থাকায় ব্যায়ামে নিয়মিত হতে পারছেন না। তাদের জন্য আমরা নিয়ে আসছি অনলাইনে গর্ভকালীন ব্যায়াম ক্লাস। আলী বার্ড হিসেবে ভর্তি হতে ইনবক্সে নক করুন
  • প্রিনেটাল কোর্স আপনার জন্য সঠিক পছন্দ কিনা বুঝতে পারছেন না? আগামী ১৪ জানুয়ারি রবিবার সন্ধ্যায় আমাদের প্রিনেটাল কোর্সের কোর্ডিনেটর আফিফা রায়হানা মিনি বার্থ ক্লাস নিচ্ছেন। আপনি এবং আপনার স্বামী/স্ত্রী উভয়ে আমন্ত্রিত।
  • Mental well-being & Self care in Pregnancy শিরোনামে ০১ মাসের নতুন প্রোগ্রাম নিয়ে আসছি আমরা মায়েদের জন্য। প্রেগনেন্সিতে চ্যালেঞ্জগুলো, নিজের যত্ন নেয়া, ভালো অভ্যাস গড়ে তোলা এবং আত্মিকভাবে স্রষ্টার নৈকট্য এবং ভালো থাকার লক্ষ্যে চারটি অনলাইন সেশনের সমন্বয়ে এই প্রোগ্রাম। ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বিনিয়োগ ৪০০ টাকা, ডিসকাউন্ট এর জন্য ইনবক্স করুন

আসছে ২০ জানুয়ারি থেকে এই কোর্সের ৭ম ব্যাচ শুরু হচ্ছে।

কোর্স ফি ১৮০০ টাকা, তবে প্রথম দিকে যারা ভর্তি হবেন তাদের জন্য ২০০ টাকা ছাড় আছে। প্রশিক্ষিত চাইল্ড বার্থ এডুকেটর এবং ডাক্তাররা এই কোর্সে ক্লাস নেন।


কোন ধরনের মনগড়া তথ্য/ আবেগীয় বুলি নয়, বরং তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সাজানো এই কোর্সের কারিকুলাম। সন্তান এবং মায়ের জন্য খুবই দরকারি বিনিয়োগ মনে করে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন।

কীভাবে ভর্তি হব?


শুধু গর্ভবতী নারী নন, তাদের হাজব্যান্ডরাও এই কোর্সের ক্লাসগুলোতে অংশ নেন।

এছাড়াও আমাদের আগের ব্যাচের স্টুডেন্টদের ফীডব্যাক পড়ুন এখানে।

এবং দৌলা সেবা সম্পর্কে জানুন।

আমাদের রেকর্ড কোর্সে ভর্তি হতে পারেন সারাবছর!


- শিশুর সলিড খাবার (২৫০/-)

- মা হবার আগে মেয়েদের পুষ্টি (২০০/-)

ভর্তি হতে নক করুনঃ
মেসেঞ্জার / হোয়াটসঅ্যাপ



মাতৃত্ব পরিবারের একজন হিসেবে আপনি এই মেইল পাচ্ছেন।

মাতৃত্ব ডট কম
বাসা:১/বি, ভবন: ৭, স্বপ্নডাঙ্গা হাউজিং হাজারিবাগ, ঢাকা-১২০৭
https://matritto.com

ইমেইল পাওয়া বন্ধ করতে চান? আনসাবস্ক্রাইব

বাবাদের কম্যুনিটিতে যুক্ত হোন