নবজাতকের কথা কীভাবে বুঝবেন বাবা-মায়েরা?

নবজাতকের কথা কীভাবে বুঝবেন বাবা-মায়েরা?

আসসালামু আলাইকুম।
বেশ দীর্ঘ বিরতির পর মাতৃত্ব'র নিয়মিত নিউজলেটার নিয়ে এসেছি। আশা করছি নিয়মিত মাতৃত্ব'র প্রকাশনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো।

নবজাতক শিশুর ভাষা বুঝার পদ্ধতি

লিখেছেনঃ ওয়াসিফা নুর তামান্না

আপনি যখন আপনার নবজাতক শিশুকে দেখেন, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে তার কান্নার কয়েকটি স্বতন্ত্র ধরন রয়েছে। উদাহরণস্বরূপ, আপনার শিশু হয়তো ক্ষুধার্ত হলে একটি নির্দিষ্ট ধরণের শব্দ করে, অথবা যদি তার গ্যাস হয় তবে অন্য ধরণের শব্দ করে।

কিছু পিতামাতা এই স্বতন্ত্র শব্দগুলিকে “নবজাতকের ভাষা” হিসাবে বিবেচনা করেন এবং তারা বিশ্বাস করেন যে এগুলো শিশুর কান্নার অর্থ বুঝতে তাদের সাহায্য করতে পারে।

নবজাতক ভাষা কী?

ডানস্ট্যান বেবি ল্যাংগুয়েজ এমন একটি পদ্ধতি যেটা বাবা মা’কে তাদের নবজাতক শিশুর কান্নার অর্থ বুঝতে সহায়তা করতে পারে। অস্ট্রেলিয়ান অপেরা গায়িকা প্রিসিলা ডানস্ট্যান এই পদ্ধতির উদ্ভাবক। সমস্ত নবজাতক শিশুরা তাদের কান্নার ঠিক আগে নির্দিষ্ট কিছু শব্দ করে – এমনটাই ডানস্ট্যানের পর্যবেক্ষণ। তাই, তার বিশ্বাস – এই শব্দগুলিকে শিখতে এবং বুঝতে পারলে আপনি আপনার শিশুর কী প্রয়োজন তা আগে থেকেই বুঝতে পারবেন এবং তার কান্না শুরু হওয়ার আগেই তার চাহিদা পূরণ করতে পারবেন।


ডানস্ট্যান কোন ভাষা থেরাপিস্ট বা শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি কণ্ঠশিল্পী হিসেবে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে – এবং তার সংগীতের কান – ব্যবহার করে বিশ্বজুড়ে নবজাতক শিশুদের উপর আট বছর ধরে গবেষণা করেছেন। ফলে সৃষ্টি হয়েছে এই নবজাতকের ভাষার।

যদিও এটাকে নবজাতকের ভাষা বলা হচ্ছে, তবে একে “ভাষা” না বলে একধরনের কৌশল বলা চলে। বাবামায়েদের জন্য এই শব্দগুলো খুবই সহজবোধ্য এবং তারা এইসব কৌশলের মাধ্যমে সহজে বাচ্চার কান্নার মানে বের করতে পারবেন।

নবজাতক ভাষা কিভাবে ব্যবহার করবেন

ডানস্ট্যানের মতে সমস্ত নবজাতক শিশুরা তাদের কান্নার ঠিক আগে পাঁচটি শব্দ করে। এই শব্দগুলি আসল কান্না নয় – আপনার শিশুর কী প্রয়োজন তার ইঙ্গিত বহন করে।

নবজাতক ভাষার পাঁচটি মৌলিক শব্দ হল:

  • নেহ = “আমি ক্ষুধার্ত!”
  • এহ = “আমাকে বার্প (burp) করাও!”
  • ইয়ারহ বা ইয়ার্গহ = গ্যাস বা পায়খানা দরকার
  • হেহ = শারীরিকভাবে অস্বস্তিকর (গরম, ঠান্ডা বা ভেজা)
  • ওহ বা ওহ = “আমি ঘুমোচ্ছি।”

ডানস্ট্যান নবজাতকের ভাষায় শুধু শব্দই একমাত্র মাধ্যম না, বরং শিশুর শারীরিক ভাষা এবং হাতের ইঙ্গিতগুলি বুঝারও একটা বিষয় আছে। শিশুর শারীরিক অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করেও বোঝা সম্ভব যে আপনার ছোট্ট শিশুটি কেন কাঁদতে পারে।

তাই ডানস্ট্যানের পরামর্শ হলো – আপনার শিশুর গতিবিধিগুলি লক্ষ্য করুন। যেমনঃ

  • মাথা ঘোরানোঃ যদি আপনার শিশু কোন কান্না ছাড়া মাথা ঘুরায় তাহলে হতে পারে সে এখনি ঘুমিয়ে পরবে। যদি আপনার শিশু কাঁদতে কাঁদতে মাথা একপাশ থেকে আরেক পাশ ঘুরিয়ে নাড়ে তাহলে সে সম্ভবত অস্বস্তি বা ব্যথায় রয়েছে।
  • মুষ্টিবদ্ধ করাঃ মুষ্টিবদ্ধ করা দেখে অনেকই মনে করে শিশু সম্ভবত রেগে আছে বা কোন কারণে ব্যথা অনুভব করছে, তবে এটি আসলে হতে পারে যে আপনার শিশু ক্ষুধার্ত (বা ক্ষিপ্ত) হয়ে আছে।
  • হাত ঝাঁকানোঃ এটি হতে পারে যে আপনার শিশু চমকে উঠেছে বা ভীত।
  • পিঠ বাঁকানোঃ যদি আপনার শিশু নিজেকে ধনুকের মতো করে বাকিয়ে তোলে, সে হয়তো ব্যথায় বা অস্বস্তিতে আছে। পিঠ বাঁকানো ইঙ্গিত হতে পারে যে আপনার শিশু প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলেছে, পেট ফুলে গেছে বা কলিক হয়ে আছে। দুই মাসের বেশি বয়সী বাচ্চারা পিঠ বাঁকিয়েও কাঁদতে পারে যদি তারা কেবল ক্লান্ত বা অস্বস্তিতে থাকে।
  • পা উঠানোঃ যদি আপনার শিশু তার পাগুলি তার পেটের দিকে তুলে বা বাঁকায়, সে হয়তো গ্যাস বা কলিক হয়ে আছে। অথবা সে হয়তো খুশি এবং খেলতে চায়!

ডানস্ট্যান নবজাতকের ভাষা পদ্ধতি সাধারণত ৩ মাসের নীচের বাচ্চাদের ভাষা বুঝতে সাহায্য করে। নবজাতক কী বলতে চায় সেটা বুঝার জন্য এই ভাষা পদ্ধতি খুবই নতুন একটা বিষয়। সব পিতামাতার জন্য কাজ নাও করতে পারে, তবে অনেক পিতামাতা বলেছেন যে এটি তাদের জন্য কাজ করেছে।

আপনার নবজাতকের কান্না, তার অঙ্গভঙ্গি পর্যবেক্ষণের মাধ্যমে আপনি তাকে ধীরেধীরে আরও ভালোভাবে বুঝতে পারবেন, তার সাথে বন্ধন আরও গভীর হবে। যখন তাদের কান্নার মানে বুঝতে পারবেন তখন আপনি আরও দ্রুত তার প্রয়োজনে সারা দিতে পারবেন।


সহজ সুন্দর হোক আপনার যাত্রা।

আমাদের প্রিনাটাল কোর্সের ৫ম ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে।

ক্লাস শুরু ০৫ সেপ্টেম্বর (সম্ভাব্য)

০৮ সপ্তাহে মোট ১৬টি লাইভ ক্লাসের ফীঃ ১৫০০টাকা

(Early bird discount)

কোর্সের বিস্তারিত জানতে বা ভর্তি হতে নক করুন m.me/matritto



মাতৃত্ব পরিবারের একজন হিসেবে আপনি এই মেইল পাচ্ছেন।

মাতৃত্ব ডট কম
বাসা:১/বি, ভবন: ৭, স্বপ্নডাঙ্গা হাউজিং হাজারিবাগ, ঢাকা-১২০৭
https://matritto.com

ইমেইল পাওয়া বন্ধ করতে চান? আনসাবস্ক্রাইব